গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) অনার্স ১ম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৯ আগস্ট। রবিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য গেছে।
গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী বিষয়প্রাপ্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভূক্ত অন্য যেকোন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হয়েছে ও যারা চূড়ান্ত মেধাতালিকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) হয়েছে সেসকল শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৭-২৮ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন হবে।
চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) শিক্ষার্থীদের (বিষয়প্রাপ্ত) নিজ নিজ প্রোফাইলে লগইন করে প্রাথমিক ফি বাবদ ইতোপূর্বে জমাকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি ভর্তি ফি ২৮ আগস্ট ২০২৩ তারিখ রাত ১১.৫৯ এর মধ্যে জমা দিতে হবে। আগামী ২৭-২৮ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৯ আগস্ট ২০২৩ তারিখ শুরু হবে।
সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা না করলে ভর্তি বাতিল হয়ে যাবে ও ভর্তি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
ঢাকা বিজনেস/এমএ/