২৬ জুন ২০২৪, বুধবার



মার্কিন ভিসানীতি বিএনপির ওপরই বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
মার্কিন ভিসানীতি বিএনপির ওপরই বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী


মার্কিন ভিসানীতির কারণে নির্বাচন প্রতিহত করার হুমকি দেওয়ার সুযোগ বিএনপির নেই বলে মন্তব্য করেছেন 

তথ্য সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মার্কিন ভিসানীতি বিএনপির জন্যই বড় চাপ তৈরি করেছে।’সোমবার ( ২৯ মে) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি  এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নের জবাবে তারা বলেছে যে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক সেটিই তারা চায়। অর্থাৎ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদের সমর্থন পায়নি, বিশ্বব্যাপী কারও সমর্থন পায়নি। সুতরাং বিএনপির অন্তত আন্তর্জাতিক অঙ্গনে এটি নিয়ে আর বলার সুযোগ নেই । ফলে এই ভিসানীতি তাদের ওপর বিরাট চাপ তৈরি করেছে।’ 

ড. হাছান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করার সময় যে প্রেস ব্রিফিং করা হয়, সেখানে তারা বলেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছেন, সেটির জন্য সহায়ক হিসেবে তারা এই ভিসানীতি ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকেও সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ভিসা নীতিতে যেটা বলেছে, এটি সরকারি দল, বিরোধী দল সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি নির্বাচনে বাধা দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয় তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। নির্বাচন বর্জন করার অর্থ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। আর নির্বাচন প্রতিহত করার অর্থ সংঘাত তৈরি করা। এগুলো তো আর বিএনপি করতে পারবে না। সব মিলিয়ে এটি বিএনপির ওপর বড় চাপ তৈরি করেছে।’ 

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনকালে বা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যই তো বিএনপি নানা ধরনের কর্মসূচি দেয়। তাদের উদ্দেশ্যেও সেটি করা। আমি মনে করি যে, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছে এটার পরিপ্রেক্ষিতে তাদের সেগুলো করার সুযোগটা অনেক কমে গেছে। তাদের নির্বাচনে আসতে হবে।’  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন