২৯ জুন ২০২৪, শনিবার



শিক্ষাঙ্গন নিয়ে কথা বলার যোগ্যতা নেই বিএনপির: শিক্ষামন্ত্রী

যবিপ্রবি প্রতিনিধি || ১৯ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
শিক্ষাঙ্গন নিয়ে কথা বলার যোগ্যতা নেই বিএনপির: শিক্ষামন্ত্রী


শিক্ষাঙ্গন নিয়ে বিএনপির কথা বলার কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি নিয়ে এসে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি।’ 

শনিবার (১৯ আগস্ট) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘বিএনপি সর্বোচ্চ শিক্ষাঙ্গন নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি। বিএনপির এসব চোখে পড়ে না। বিএনপির তো কোনো যোগ্যতা নেই শিক্ষাঙ্গন নিয়ে কথা বলার।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত শুধু মানবাধিকারের কথা বলে, যারা ৭১ ও ’৭৫-এর খুনিদের সহায়তা করেছে সেই সময়ে তো তারা মানবাধিকারে কথা বলেননি। সময় এসেছে আগামী নির্বাচন নিয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার। এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আমরা কি তাদের মায়া কান্নায় ভুলবো; নাকি দেশকে এগিয়ে নিয়ে যাবো?’

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এমন আহসান হাবীব।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি নিজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি ২৮জন বিশেষজ্ঞসহ ৭০জন চিকিৎসক সেবা প্রদান করেন। 

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন