২৬ জুন ২০২৪, বুধবার



নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যুবদূত বাংলাদেশি রিয়ানা

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || ০১ জানুয়ারী, ২০২৩, ০৪:৪২ এএম
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যুবদূত বাংলাদেশি রিয়ানা


নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যুবদূত হলেন বাংলাদেশি কলেজছাত্রী রিয়ানা আখতার। এর মধ্যদিয়ে একজন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান কলেজছাত্রী হিসেবে এ সম্মান অর্জন করলেন। 

ম্যানহাটানে বসবাসরত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের দরবেশপুর গ্রামের আব্দুল কালাম ও ফেরদৌস আখতার দম্পতির মেয়ে রিয়ানা আখতার নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এই প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ রিয়ানা আখতারকে ইয়ুথ অ্যাম্বেসেডার বা যুবদূত হিসেবে স্বীকৃতি দেয়। তিনি ম্যানহাটান সেন্ট্রাল পার্ক ইস্ট হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

গত ২৯ ডিসেম্বর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বিশ্বব্যাপী মেয়েদের অধিকারের পক্ষে দাঁড়ানোর ১৩ বছর উদযাপন আনুষ্ঠানিকভাবে পালন করেছে। সে অনুষ্ঠানে বিদায়ী ঘণ্টা বাজাতে রিয়ানা আখতারকে আমন্ত্রণ জানায় এবং তিনি সেখানে বিদায়ী বছরের ঘণ্টা বাজানোর এ বিরল সুযোগ পান।

ছাবেদ সাথী/এম



আরো পড়ুন