২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



পাচারকালে ৩৪ রোহিঙ্গা উদ্ধার, আটক ২

কক্সবাজার করেসপন্ডেন্ট || ১৪ আগস্ট, ২০২৩, ০৭:৩৮ এএম
পাচারকালে ৩৪ রোহিঙ্গা উদ্ধার, আটক ২


কক্সবাজার শহরে পাচারকালে নারী, শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ২ পাচারকারীর নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। তবে, উদ্ধার ব্যক্তিসহ সবাই রোহিঙ্গা বলে জানান ওসি। তিনি বলেন, ‘উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ১০ জন নারী ও ১৬ শিশু। শিশুদের বয়স এক থেকে পাঁচ বছর। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।’

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সংঘবদ্ধ পাচারকারী চক্রের কক্সবাজার শহরে রোহিঙ্গাদের জড়ো করার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন তিন-চার জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিক্ষিপ্তভাবে অবস্থান করা ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘চক্রটি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনযোগে শহরে নিয়ে এসেছিল। পাচারের উদ্দেশ্যে এসব রোহিঙ্গাকে জড়ো করা হয়েছিল।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রফিকুল।

তাফহীম/এম



আরো পড়ুন