১৮ মে ২০২৪, শনিবার



আর্থিক সংকট কাটাতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
আর্থিক সংকট কাটাতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব


চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে ৫ দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে স্পেন ও ইউরোপীয় কাউন্সিল আয়োজিত ‘টুওয়ার্ডস অ্যা ফেয়ার ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই প্রস্তাবগুলো পেশ করেন।

নিচে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ৫ দফা উল্লেখ করা হলো।

প্রথম দফা: এমডিবি, আইএফআই ও বেসরকারি ঋণদাতা সংস্থাগুলোকে তাদের অগ্রাধিকারগুলো পুনরায় সাজাতে হবে। এসডিজি বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলার জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহ করতে হবে।

দ্বিতীয়ত দফা:  উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্প ব্যয়ে, রেয়াতি হারে তহবিলের পর্যাপ্ততা প্রয়োজন ও পছন্দসই উচ্চমানের বিপুল পরিমাণে অনুদানের ধারা অব্যাহত রাখতে হবে।

তৃতীয় দফা: সব ঋণদানের উপকরণে দুর্যোগের ধারা থাকতে হবে, যেন দুর্বল দেশগুলো সংকটকালের ধাক্কা সামলাতে পারে।

চতুর্থ দফা: ঋণদাতাদের মধ্যে স্বচ্ছতা ও সমন্বয়ের ভিত্তিতে ন্যায্য ও কার্যকর ঋণ হিসেবে ত্রাণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে।

পঞ্চম দফা: কোটার পরিবর্তে এসডিআর ঋণের সীমা প্রয়োজন। সীমাবদ্ধতার ভিত্তিতে সহজ ঋণ প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। সূত্র : বাসস 

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন