ফরিদপুরে আলুর দাম বাড়ায় আড়তগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেলার হাজী শরীয়াতুল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ তথ্যটি নিশ্চিত করেন।
মো. সোহেল শেখ বলেন, ‘বাজারে আলু প্রকারভেদে পাইকারি ৩৭-৩৮ টাকা ও খুচরা ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত ১ সপ্তাহের তুলনায় আলু পাইকারি পর্যায়ে গড়ে ৪ টাকা ও খুচরা পর্যায়ে ৫-৬ টাকা বেড়েছে। দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সিকদার ট্রেডার্সকে ১ হাজার টাকা, মেসার্স মিতা বাণিজ্যালয়কে ১ হাজার টাকা ও মেসার্স হাবিব স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’
ঢাকা বিজনেস/এমএ/