কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং এলাকায় র্যাবের অভিযানে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
আটককৃত যুবক হোয়াইক্যং আন্দারিছড়ার বাসিন্দার মো. খোরশেদ আলমের ছেলে ওমর ফারুক (২৩)।
র্যাব জানায়, গতকাল ৩ জানুয়ারি রাত ১১টায় র্যাবের আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হোয়াক্যং এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, মো. ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাও রয়েছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তাফহীমুল/এম