২৬ জুন ২০২৪, বুধবার



উদ্যোক্তা
প্রিন্ট

৫ বছরে লাখো উদ্যোক্তা তৈরি করেছি: ইকবাল বাহার

স্টাফ রিপোর্টার || ১৪ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
৫ বছরে লাখো উদ্যোক্তা তৈরি করেছি: ইকবাল বাহার


তিন হাজার দায়িত্বশীল ভলান্টিয়ার সঙ্গে নিয়ে গত ৫ বছরে লাখো উদ্যোক্তা তৈরি করেছি বলে জানিয়েছেন নিজের বলার মতো একটি গল্প’র প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। তিনি বলেন, ‘আমাদের সংগঠন থেকে সৃষ্টি হওয়া উদ্যোক্তারা দেশে ও প্রবাসে প্রায় ৪ লাখ কর্মসংস্থান তৈরি করেছেন। এটা বাংলাদেশের জন্য আমার স্বেচ্ছাসেবী কাজ।’ 

শনিবার (১৪ জানুয়ারি) ‘নিজের বলার মতো একটি গল্প’র পঞ্চম উদ্যোক্তা সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ইকবাল বাহার বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মের উদ্যোক্তারা যাতে ২০২৩ সালে তাদের উদ্যোগকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে তার জন্য বিশেষ মেন্টিং করা হবে এই বছরজুড়ে। এখানে সবাই শুধু উদ্যোক্তা নন, তারা সবার আগে একেকজন ভালো মানুষ, যা প্রতিনিয়ত এখানে চর্চা করানো হয়।’ 

এদিকে, ‘উদ্যোক্তা হোক অর্থনীতির অন্যতম শক্তি’ এই লক্ষ্যে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে উদ্যোক্তা ভিত্তিক সংগঠন ‘নিজের বলার মতো একটি গল্প’র দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয় আজ (শনিবার) সকাল ১০টায়।  

দেশ ও বিদেশি ৫ হাজার সফল উদ্যোক্তার পদচারণায় মুখরিত হয় মিরপুর ইনডোর স্টেডিয়াম। 

আয়োজনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের অবদান অনেক। যেই মহান মঞ্চ থেকে এ ধরনের মহৎ কাজ পরিচালনা হচ্ছে, সেই মঞ্চের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববাজারে অন্যতম স্থানে দেশকে নিয়ে যেতে উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই। শিল্প মন্ত্রণালয় সরকারের নির্দেশে উদ্যোক্তাদের নানা ধরনের অনুদান দেওয়া থেকে শুরু করে জমি বরাদ্দের মাধ্যমে শিল্প কারখানা সৃষ্টিতেও ভূমিকা পালন করছে। এখানের সব উদ্যোক্তাকে আমি অনুরোধ করবো, কৃষি যন্ত্রপাতি উৎপাদন কাজে ব্যবহার করতে। তাহলে আমদানি নির্ভর ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।’ 

জানা যায়, উদ্যোক্তা ভিত্তিক প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প প্রায় সাড়ে ৫ বছর ধরে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট সাড়ে ৬ লাখের বেশি তরুণকে ২০টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোনো ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। 

প্রতি সপ্তাহে সারাদেশে ও বিদেশে প্রায় ৪৪০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও। সম্পূর্ণ অলাভজনক এ সংগঠনটি শুধু উদ্যোক্তা সৃষ্টিই নয়, সৃষ্ট উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসারেও পালন করছে নানা ভূমিকা।

বিকালের আয়োজনে সম্মেলনে যুক্ত হন দেশের ই-লার্নিং প্ল্যাটফর্ম ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন, স্টার্টআপ বাংলাদেশের প্রেসিডেন্ট সামি আহমেদ, উইম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান, এসবিকে টেক এর প্রেসিডেন্ট সোনিয়া বসির কবির, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, আইএসপিএবি এর প্রেসিডেন্ট এমদাদুল হক। 

আরও ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়্যারম্যান ডক্টর সবুর খান, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, বিসিএস প্রেডিসেন্ট সুব্রত সরকার, বিএসিসিও এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইনসহ অনেকেই। এই অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধি এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীরা কিভাবে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে পারবেন, সে বিষয়ে আলোচনা করা হয়। 

সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হয় এবারের উদ্যোক্তা সম্মেলনের। এবারের আয়োজনে প্রায় ২২ জন উদ্যোক্তাকে সেরা গল্প সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয় আর ১ জনকে উদ্যোক্তা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রধান করা হয় শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা। 

শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা পাওয়া রবিউল হাসান বলেন, ‘আমার প্রতিষ্ঠান ফেব্রিকন ফ্যাশনের শুরু হয় নিজের বলার মতো একটি ফাউন্ডেশনের ৯০ দিনের উদ্যোক্তা কর্মশালা থেকেই। একজন মানুষ কিভাবে ছাত্র অবস্থা থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবেন, কী ব্যবসা করলে আমি ভালো করবো, কিভাবে একটা প্রতিষ্ঠানকে শূন্য থেকে শীর্ষে নিবো, সবকিছুই এই ফাউন্ডেশনের অবদান।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন