২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে নতুন ডেঙ্গু রোগী ৫৭ জন

টাঙ্গাইল সংবাদদাতা || ১০ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
টাঙ্গাইলে নতুন ডেঙ্গু রোগী ৫৭ জন


টাঙ্গাইলের হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় জেলায় নতুন  ৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার  (১০ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় মোট ৮৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। 

জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৫০ জন রোগী। জেলা শহরের বাইরে উপজেলা পর্যায়ে সবার্ধিক ডেঙ্গু শনাক্ত হয়েছে নাগরপুর উপজেলায়। 

নতুন আক্রান্তদের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ২ জন, সদরে ১ জন, নাগরপুরে ৯ জন, ঘাটাইলে ৩ জন, মধুপুরে ৭ জন, গোপালপুরে ৬ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন।  

সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বলেন, বর্তমানে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে আরো রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। আক্রান্ত বেশিরভাগ রোগী জুলাই ও  চলতি আগস্ট মাসের।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন