২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



কক্সবাজারে জলকেলি উৎসব

কক্সবাজার সংবাদদাতা || ১৮ এপ্রিল, ২০২৩, ০৩:৩৪ এএম
কক্সবাজারে জলকেলি উৎসব


কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব মহা সাংগ্রেং বা জলকেলি উৎসব শুরু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর থেকে জেলার রাখাইন পল্লীগুলোতে চলছে জলকেলি উৎসব। 

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৩ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

পুরনো বছরের পাপ এবং কালিমা মোচনের উদ্দেশ্যে জলকেলি উৎসব পালন করা হয় বলে জানান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক। পুরনো বছরকে বিদায় জানিয়ে রাখাইন নববর্ষ ১৩৮৫ সালকে বরণ করে নিতে এই বুদ্ধস্নান ও জলকেলি উৎসব বলে জানান জলকেলিতে আসা রাখাইন তরুণরা। 

কক্সবাজার শহরজুড়ে ১১টি এবং জেলায় প্রায় অর্ধ শতাধিক জলকেলি উৎসবের প্যান্ডেল সাজানো হয়েছে। প্যান্ডেলজুড়ে একে অপরকে বালতি হাতে পানি ছিটিয়ে জলকেলি উৎসব করছেন রাখাইন তরুণরা। উৎসবে রাখাইন সম্প্রদায়ের মুখে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহিন ইমরান।

এতে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক তিপ্তি চাকমা। উৎসব শেষ হবে আগামীকাল ১৯ এপ্রিল।

তাফহীম/এইচ 



আরো পড়ুন