২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইতিহাস গড়েছে বার্বি

বিনোদন ডেস্ক || ০৭ আগস্ট, ২০২৩, ০৮:৩৮ এএম
ইতিহাস গড়েছে বার্বি


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। এ সিনেমায় রয়েছেন একঝাঁক তারকা। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই ইন্টারনেট জগতে চলছে আলোচনার ঝড়। সেই ঝড়ের আঁচ লেগেছে হলিউডের বক্স অফিসেও। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটি ১ বিলিয়নের ক্লাবে প্রবেশ করেছে। তথ্যটি নিশ্চিত করেছে হলিউডভিত্তিক গণমাধ্যম হলিউড রিপোর্টার। 

গণমাধ্যমটিতে উল্লেখ করা হয়, এটি ইতিহাসের প্রথম লাইভ-অ্যাকশন সিনেমা; যা একজন নারীকে প্রাধান্য করে নির্মিত করা হয়েছে। এবং প্রথমবারের মতো কোনো নারীকেন্দ্রিক চলচ্চিত্র এককভাবে বিলিয়ন ডলারের ক্লাবে নিজের নাম লেখাল। সেই সঙ্গে হলিউডের সব ইতিহাস ভেঙে নতুন ইতিহাস করল ‌‘বার্বি’। এমন একটি অর্জনের জন্য প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মার্গট রবি এখন ইতিহাসের অংশ। 

ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মার্কিন পপ তারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাচ্ছে। আনা ক্রুজ কেইন হাজির হয়েছেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকি আছেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।

‘বার্বি’ মুক্তির আগে এ সিনেমা নিয়ে দেশে দেশে তৈরি হয়েছে উন্মাদনা। দর্শক বার্বির পোশাকের সঙ্গে মিলিয়ে সাজসজ্জা করে সিনেমা দেখতে হলে যাচ্ছেন। বিশ্বজুড়ে অনেক তারকাই সিনেমাটি দেখে তাদের ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বার্বি সাজে নিজেকে হাজির করেছেন সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন