২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



১ দিন বন্ধের পর হিলিবন্দর চালু

হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট || ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪২ এএম
১ দিন বন্ধের পর হিলিবন্দর চালু


খ্রিষ্টান সম্প্রদায়ের বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। 

হিলি বন্দর কাস্টমস সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত এই তথ্য নিশ্চিত করেন । 

জামিল হোসেন বলেন,‘গতকাল সোমবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটির কারণে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ মঙ্গলবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন,‘বড়দিনের ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন