১৯ মে ২০২৪, রবিবার



আফগানদের সামনে ২৯১ রানের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক || ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম
আফগানদের সামনে ২৯১ রানের চ্যালেঞ্জ


আফগানিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র করলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হবে শ্রীলঙ্কার। অপরদিকে আফগানদের শেষ চার নিশ্চিতের জন্য মিলাতে হবে কঠিন সমীকরণ। আর সেই সমীকরণের মারপ্যাচে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়াটা বাস্তবিকপক্ষে অসম্ভব বললেও ভুল হবে না।

লাহোরে আজ মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে তাদের কাজটা কঠিন করে ফেলেছে লঙ্কানরা। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে সানাকার দল। তাদের পেছনে ফেলে সুপার ফোরে যেতে হলে এই রান আফগানিস্তানকে করতে হবে ৩৭ ওভারের মধ্যে। যা কঠিনই বটে।

শ্রীলঙ্কার হয়ে আজ সর্বোচ্চ ৯২ রান করেন কুশল মেন্ডিস। ৮৪ বলে ৬টি চার ও ৩ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া পাথুম নিসাঙ্কা ৪১, চারিথ আসালঙ্কা ৩৬, দুনিথ ওয়েলালাগে অপরাজিত ৩৩, দিমুথ করুণারত্নে ৩২ ও মাহিশ থিকসানা ২৮ রান করে শেষ বলে আউট হন।

বল হাতে আফগানিস্তানের গুলবাদিন নায়েব ১০ ওভারে ৬০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন রশিদ খান।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন