০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



মাদারীপুরে ড্রেজার ব্যবসা: ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুর সংবাদদাতা || ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম
মাদারীপুরে ড্রেজার ব্যবসা: ৪ জনকে কুপিয়ে জখম


মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকায় এই হামলা করা হয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জামাল হাওলাদার (৬৫), শাহীন হাওলাদার (৩৭), সোহেল হাওলাদার (৩৫) ও শিহাব হাওলাদার (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসা করে আসছিলেন পারভেজ খাঁ ও শাহীন হাওলাদার। শনিবার (২৪ ডিসেম্বর) শাহীন হাওলাদার একই জায়গায় আরেকটি ড্রেজার বসালে পারভেজ খাঁ ও তার ভাই শাওন খাঁ লোকজন নিয়ে ড্রেজারের পাইপ ভেঙে দেন। এতে বাধা দিতে গেলে ড্রেজার ব্যবসায়ী শাহীন হাওলাদার ও সোহেল হাওলাদারকে কুপিয়ে যখম করেন হামলাকারীরা। 

পুলিশ আরও জানায়, এই ঘটনায় জেরে রোববার সকালে আবারও জামাল হাওলাদার ও শিহাব হাওলাদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় তাদের কুপিয়ে গুরুতর যখম করেন হামলাকারীরা। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে গুরুতর অবস্থায় জামাল হাওলাদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, ‘হামলার ঘটনায় পারভেজ খাঁকে আটক করা হয়েছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো।’

ঢাকা বিজনেস/মল্লিক/এনই



আরো পড়ুন