০৯ জুলাই ২০২৪, মঙ্গলবার



হিলিতে ঝাল বেড়েছে কাঁচামরিচের, কেজি ৫০০ টাকা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ৩০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম
হিলিতে ঝাল বেড়েছে কাঁচামরিচের, কেজি ৫০০ টাকা


দিনাজপুরের হিলিবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হলেও দাম কমছে না। ক্রেতারা বলছেন, প্রতিদিনই বাড়ছে দাম। ঈদের আগে ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হলেও ঈদের পরের দিন বেড়েছে দাম।  প্রতিকেজি  বিক্রি হচ্ছে  ৫০০ টাকায়।  

বিক্রেতরা বলছেন, ১০ মাস বন্ধ থাকার পর গত ২৬ জুন ২৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয় হিলিবন্দর দিয়ে। কিন্তু স্থানীয় বিক্রেতারা আমদানি করা ১ কেজি মরিচও বন্দর থেকে কিনতে পারেননি। তাই দেশি কাঁচামরিচই তারা কৃষকদের কাছ থেকে ৪৫০ টাকা কেজি দরে কিনে ৪৮০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে কোনো আমদানিকারক এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি।

কাঁচামরিচ কিনতে আসা মো. মনোয়ার হোসেন বলেন, ‘ঈদের পরের দিন বাড়িতে আত্মীয়-স্বজন আসবেন। তাই অন্যান্য তরকারির পাশাপাশি শসা বা খিরার সালাদ হলে ভালো হয়। সালাদ তৈরিতে কাঁচামরিচের দরকার হয়। ৮০ টাকা দিয়ে ১ কেজি শসা কেনার পর কাঁচামরিচ কিনতে গিয়ে তো চোখ কপালে উঠলো।’ 

মনোয়ার হোসেন আরও বলেন, ‘ঈদের আগের দিন বুধবার ( ২৬ জুন) কিনলাম ২৮০ টাকা কেজি। আর আজ ঈদের পরের দিন শুক্রবার ( ৩০ জুন) ৪৮০ টাকা কেজি। একদিনের ব্যবধানেই কেজিতে ২০০ টাকা বেশি। বাধ্য হয়ে ৪৮ টাকা দিয়ে ১০০ গ্রাম কাঁচামরিচ নিয়ে বাড়ি যাচ্ছি।’ 

কাঁচামরিচ বিক্রেতা মো. সাইফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘পোর্ট বন্ধের আগের দিন (২৬ মে) হিলি দিয়ে ২৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হলেও ১ ঘণ্টার মধ্যেই সব উধাও হয়ে যায়। আমরা ১ কেজিও পাইনি। তাই দেশি কাঁচামরিচই চড়া দামে বিক্রি করছি।’

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন