২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



১ বছরে বিদেশ গেলেন ১০ লাখ কর্মী : প্রবাসীকল্যাণমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ জুন, ২০২৩, ১০:৩৬ এএম
১ বছরে বিদেশ গেলেন ১০ লাখ কর্মী : প্রবাসীকল্যাণমন্ত্রী


২০২২-২০২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩ ) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী কাজের উদ্দেশে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে  গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার(২৬ জুন) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন,‘গত অর্থবছরের একই সময়ে ২০২১-২০২২ (১৫ জুন ২০২২) এ ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গিয়ে ছিল। চলতি অর্থ বছরে গত বছরের তুলনায় ১৫.৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গেছে।’

ইমরান আহমদ বলেন, ‘জনশক্তি রপ্তানির উদ্দেশে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা আছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন