১৮ মে ২০২৪, শনিবার



নোবিপ্রবির পরিবহন ব্যবস্থায় যুক্ত হলো ট্র্যাকিং সিস্টেম

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি || ২৭ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
নোবিপ্রবির পরিবহন ব্যবস্থায় যুক্ত হলো  ট্র্যাকিং সিস্টেম


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এর পরিবহন ব্যবস্থাকে নিরাপদ রাখতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘যানবাহন ট্র্যাকিং সিস্টেম’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই)সিস্টেমটির উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

ট্র্যাকিং সিস্টেমটির মাধ্যমে নোবিপ্রবির পরিবহনে ব্যবহৃত গাড়িগুলো লাইভ ট্র্যাকিং করা যাবে। এছাড়াও সিস্টেমটি ব্যবহার করে পরিবহনের সময়সূচি জানা, এক্সিডেন্ট ডিটেকশন ও অনলাইন রিকুইজিশন সিস্টেম চালু করা যাবে।

প্রকল্পটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক  ড. নাহিদ আক্তার ও সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানার তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করেন সিএসটিই বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ ও সুহৃদ, ১৫ তম ব্যাচের জাভেদ, আরিফ ও তামিম এবং ১৬ তম ব্যাচের তোফায়েল। 

এই উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে  অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে নোবিপ্রবির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, ‘এই উদ্যোগ নোবিপ্রবিতে একটি নতুন মাত্রা যুক্ত হলো। নোবিপ্রবির প্রতিটি যানবাহন এই প্রযুক্তির আওতায় আসবে ও সবাই এটি ব্যবহার করতে পারবে। এখন থেকে ঘরে বসেই ট্র্যাকিং এর মাধ্যমে নোবিপ্রবির যানবাহন কোথায় আছে তা সনাক্ত করা যাবে।’

প্রকল্পটি নোবিপ্রবি অটোমেশন সিস্টেমের একটি অংশ। নোবিপ্রবি রিসার্চ সেলের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন