২৬ জুন ২০২৪, বুধবার



বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২৪ আগস্ট, ২০২৩, ১১:০৮ পিএম
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


ঢাকা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাগেরহাটের রামপাল থানার (ওসি) এ এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ৩ জনই স্থানীয় একটি মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন।

নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লখপুর এলাকর শুকুর শেখের ছেলে সাইদুল রহমান (২৫)।

ওসি এ এম আশরাফুল আলম বলেন, ‌‘নিহত ৩ জন রামপালের ফয়লা বাজার থেকে মোটরসাইকেল যোগে বেলাই এলাকায় যাওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে সময়ে খবর পেয়ে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ 

বাপ্পা/এইচ



আরো পড়ুন