২৬ জুন ২০২৪, বুধবার



গাইবান্ধায় ১০০ জন পেলো শিক্ষাবৃত্তি

গাইবান্ধা সংবাদদাতা || ২১ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
গাইবান্ধায়  ১০০ জন পেলো শিক্ষাবৃত্তি


বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২১ জুন)  জেলা শিল্পকলা একাডেমিতে  ১০০ জন শিক্ষার্থীর মধ্যে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

স্মার্ট বাংলাদেশ গড়তে সংগঠনটি শিক্ষাবৃত্তি হিসেবে শিক্ষা উপকরণসহ প্রত্যেক শিক্ষর্থীকে নগদ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

সংগঠনটির সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান সৈকত, মো. মোবারক, হাসিব মিয়া প্রমুখ। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন