২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



‘ভারত থেকে ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ-চিনি আনা হবে’

টাঙ্গাইল সংবাদদাতা || ২৬ জানুয়ারী, ২০২৪, ১১:৩১ এএম
‘ভারত থেকে ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ-চিনি আনা হবে’


দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে সরকার বৈঠক করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘আমাদের দেশের জন্য বড় একটা সুসংবাদ আছে।  শিগগিরই  ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। আশা করছি রমজানের আগেই পেয়ে যাবো।’ শুক্রবার (২৬ জানুয়ারি)  সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে  নিজ বাসভবনে এক  মত-বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক যেন যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে একটা ঘোষণা আসবে। এছাড়াও ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল চিনি আসছে।’ তিনি আরও বলেন, ‘শুধু রমজান নয় আগামী ৩ মাসের চাহিদা অনুযায়ী চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সামগ্রী মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে, সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 রমজান মাসের আগে সব নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে জানিয়েছেন প্রতিমন্ত্রী বলেন, ‘এককোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে ৫টি পণ্য দেওয়া হবে। টিবিসির ডিলাররা যেন নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারেন, সে লক্ষ্যে স্থায়ী দোকান করা হবে।’ 

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা বাজার যাছাই করে সংবাদ করবেন, এক বাজার দেখলেন ১৫০ টাকা আরেক বাজার ২৫০ টাকা, তাহলে হবে না। সব বাজার থেকে তথ্য যাছাই করে সংবাদ করবেন, তাহলে আর মানুষের মাঝে সমস্যা সৃষ্টি হবে না।’

/ঢাকা বিজনেস/নোমান/এনই 



আরো পড়ুন