ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকা (হাউসবোট) ডুবে ২২ জন মারা গেছেন। নৌকায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৭ মে) সন্ধ্যা ৭টায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ঢাকা বিজনেস/এইচ