০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



পতিত জমিতেই ভাগ্যের চাকা ঘুরলো তার

অমরেশ দত্ত জয়, চাঁদপুর || ১৯ জুন, ২০২৩, ০৩:৩৬ এএম
পতিত জমিতেই ভাগ্যের চাকা ঘুরলো তার


বিদেশযাত্রায় ভালো না করলেও স্বল্প পুঁজিতে এলাকায় পতিত জমিকে কাজে লাগিয়ে এখন সফল খামারি আলাউদ্দিন কাজী। চাঁদপুর সদরের বালিয়ার পতিত জমিতে তিনি গড়ে তুলেছেন ‘মায়ের দোয়া বহুমুখী ফার্ম’।  সেখানে একইসঙ্গে মাছ চাষ, মুরগি পালন, গবাদি পশুপালন ও ঘাষ চাষসহ বিভিন্ন ফলের চাষাবাদ করছেন।

নিজের খামার প্রসঙ্গে আলাউদ্দিন কাজী বলেন, ‘প্রায় ৫ একর জায়গায় গড়ে তুলেছি এই খামার। এখানে আমিসহ ১৫ জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই খামারে দেশীয় গরুকে এখানে উৎপাদিত নেপিয়ার ঘাস ও জাম্বুল জার্মান ঘাস খাওয়ানো হয়। আর এর মাধ্যমে গরুগুলো থেকে গড়ে প্রতিদিন আড়াই শ লিটার দুধ পাওয়া যায়। যা নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় ও আশপাশের বাজারে বিক্রি হয়। এবার কোরবানিতে এই খামার থেকে ১৫টি বিক্রি করা হবে। আশা করছি,  এই ১৫টি গরু ৩০ লাখ টাকায় বিক্রি করতে পারবো।’

আলাউদ্দিন কাজী আরও বলেন, ‘এই ফার্মে ৩টি খামারে রয়েছে ১৫ হাজার সোনালি মুরগি। পাশে কলা বাগানসহ সবজি ক্ষেত। আর খামারের মুরগি ও গরুর বর্জ্যকে মাছ চাষের খাবারে কাজে লাগিয়েছি। এই পুকুরে রুই, কাতল, মৃগেলসহ কয়েক লাখ টাকার মাছ রয়েছে। শুধু তাই নয়, খামারের গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করে হোটেলের জ্বালানি চাহিদাও মিটাচ্ছি।’

বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আরশাদুজ্জামান খান বলেন, ‘এই ধরনের খামারিদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি ব্যাংক। শস্য মৎস্য ও প্রাণী এই ৩ সেক্টরে কৃষকদের সহজ শর্তে স্বল্প সুদে আমরা লোন দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হসিনা-ঘোষিত কিছু প্যাকেজের আওতায় আমরা এখনো কৃষকদের ৪ শতাংশ হারে লোন দিচ্ছি।’

মো. আরশাদুজ্জামান খান আরও বলেন, ‘যারা নতুন উদ্যোক্তা হতে চান বা খামারি হতে চান, তাদের আমরা ঋণ দিচ্ছি। তবে খামারিদেরও বিনিয়োগের একটা অর্থের লভ্যাংশ দেখাতে হবে। আমরা খামারিদের হয়রানি ছাড়া সহজে ঋণ দিতেই কাজ করে যাচ্ছি।’

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন