২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



মিরপুরে রেকর্ড গড়ে প্রথম দিন শেষ হলো টাইগারদের

ঢাকা বিজনেস ডেস্ক || ১৪ জুন, ২০২৩, ০১:৩৬ পিএম
মিরপুরে রেকর্ড গড়ে প্রথম দিন শেষ হলো টাইগারদের


আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে রানের রেকর্ড গড়েই প্রথম দিন পার করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান তুলেছে স্বাগতিকেরা।

মিরপুরে এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিন ৩৩০ রান করেছিল বাংলাদেশ।  ৩৬২ করতে বাংলাদেশ খেলছে মাত্র ৭৫ ওভারে। জাকির ছাড়া অন্য ব্যাটাররা অনেকটা উইকেট বিলিয়ে দিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন। সুযোগ ছিল উইকেট ধরে রেখে রান তোলার।

এদিন নাজমুল হোসেন শান্ত আর মাহমুদুল হাসান জয়ের দুইশোর্ধ্ব জুটি বাংলাদেশ দলের বড় রানের ভিত গড়ে দেয়। দিনের প্রথম দুই সেশনে আফগান বোলারদের ওপর ছড়ি ঘোরায় স্বাগতিকরা। এরপর তৃতীয় সেশনে এসে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে আফগানিস্তান। তবে শেষ বিকেলে আরেকটি জুটি দাঁড় করিয়ে ফেলেন মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ

মুশফিক-মিরাজ জুটিতে এখন পর্যন্ত ৭২ রান এসেছে। মুশফিক ৪১ আর মিরাজ ৪৩ রানে অপরাজিত আছেন।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন