২৬ জুন ২০২৪, বুধবার



রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

রাজশাহী সংবাদদাতা || ২৮ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা


রাজশাহীর পুঠিয়ায় নকল, নিম্নমান ও অবৈধ ওষধ উৎপাদনের দায়ে ৩টি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোরবার (২৮ মে)  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারী পরিচালক মাসুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক জানান,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুঠিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, উপজেলার পূর্ব কাঠালবাড়িয়া এলাকার মেসার্স জে‌বি ক‌্যাবলস কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের ক্যাবল ও ক্যাবল তৌরীর উপকরণ পাওয়া যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন উপজেলার রঘুরামপুর এলাকার বেলাল কে‌মিক‌্যাল ওয়ার্কস ও এফবি ফুড প্রডাক্টস কারখানায় অবৈধ প্রক্রিয়ায় মানুষ ও পশুপা‌খির ইউনানী ওষধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বিএসটিআইয়ের অনুমোদনহীন ও অবৈধ প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করছিল এফবি ফুড প্রডাক্টস। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন