২৮ জুন ২০২৪, শুক্রবার



পাকিস্তানিদের উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক || ২৪ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
পাকিস্তানিদের  উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান


জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। বুধবার (২৪ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুরে পিটিআইয়ের  তথ্যসচিব ফারুক হাবিব এক টুইট বার্তায় এতথ্য জানান। মঙ্গলবার (২৩ মে) আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) কার্যালয়ে যান। সেখানে তাকে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে একে একে পিটিআই থেকে পদত্যাগ করছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। মঙ্গলবার পদত্যাগ করেছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। কারণ হিসেবে স্বাস্থ্যগত ও পারিবারিক সমস্যার কথা জানালেও গুঞ্জন উঠেছে পাকিস্তানের সেনাবাহিনীর হুমকির কারণেই রাজনীতি ছাড়তে হয়েছে মাজারিকে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন