২৬ জুন ২০২৪, বুধবার



ফলে ভরপুর তাহিরপুরের বাজার, তবে...

তানভীর আহমেদ, তাহিরপুর (সুনামগঞ্জ) || ২২ মে, ২০২৩, ০৯:০৫ এএম
ফলে ভরপুর তাহিরপুরের বাজার, তবে...


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল। শুরুতেই আম, জাম, কাঁঠাল, লিচু, আনারসে বাজার সয়লাব। বাজারে সুগন্ধি ছড়াচ্ছে মধুমাস জ্যৈষ্ঠের বাহারি ফলগুলো। মৌসুমের শুরুতে বাজারে এসব ফলের একটু চাহিদা বেশি। তবে, দামও চড়া বলে জানান ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন, এসব ফল অন্য জেলা থেকে আসায় পরিবহন খরচ অতিরিক্ত লাগে, এতে কিছুটা বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

সরেজমিনে তাহিরপুর সদর বাজারে গেলে দেখা যায়, বাজারে সকাল থেকেই আম, জাম, কাঁঠাল, লিচু ও আনারসসহ বিভিন্ন প্রকার মৌসুমি ফল পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হচ্ছে। ক্রেতারাও তাদের চাহিদা মতো দরকষাকষি করে ফল কিনছেন।

বাজার দেখা যায়, আগাম কাঁঠাল, লিচু, আম, আনারস বাজারে একটু বেশি। বিভিন্ন স্থান থেকে আসা কাঁচা-পাকা কাঁঠালসহ অন্য ফল দোকানে সাজিয়ে রাখা হয়েছে। কিনছেন ক্রেতারা। দাম চড়া হলেও সাধারণ ক্রেতাদের ভিড় দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন রকমের আম, লিচু রাজশাহী থেকে বাজারে আসছে। সিলেটের শ্রীমঙ্গল থেকে আনারস, কাঁঠাল, সুনামগঞ্জের সদর উপজেলার হাশাউড়া থেকে আনারস আসছে। হাশাউড়া এলাকার আনারস খুব মিষ্টি ও সুস্বাদু। চাহিদাও বেশি।

ব্যবসায়ী আলমগীর মিয়া বলেন, ‘বাজারে এখন আম, জাম, লিচু ও কাঁঠালের চাহিদা বেশি। আপাতত এসব ফল বিক্রি করতেছি। সেইসঙ্গে আনারসেরও ব্যাপক চাহিদা রয়েছে।'

আনারস ও কাঁঠাল বিক্রেতা সাদিকুল ইসলাম বলেন, ‘বাজারে আনারস ও কাঁঠালের চাহিদা অনেকটা বেশি। সারাদিনে অনেক বিক্রি করতে পারি। প্রতিটা কাঁঠাল ১০০-২০০ টাকা করে বিক্রি করছি। কাঁঠালের দামে ক্রেতারা খুশি।’

তাহিরপুর সদরের বাসিন্দা জাহিদুল কামাল বাজারে এসেছেন মৌসুমি ফল কিনতে। তিনি বলেন, ‘অন্য বছরের তুলনায় এ বছর আম ও লিচুর দাম অনেকটা বেশি। দাম বেশি থাকার পরও ১০০ পিস লিচু কিনেছি।’

আবুল হাসনাত নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজারে সব ফলের দাম বেশি, কোনো সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে কি না তা মনিটরিং করা প্রয়োজন।’

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা বলেন, ’আসলে ফলগুলো বাইরের জেলা থেকে আসছে, সেজন্য কিছুটা দাম বেশি। তবে সিন্ডিকেট করে যদি কেউ দাম বাড়িয়ে বিক্রি করতে চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই আইন প্রয়োগ করবো।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন