১৮ মে ২০২৪, শনিবার



রিয়ালেই থাকতে চান আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক || ২০ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
রিয়ালেই থাকতে চান আনচেলত্তি


তিতের ব্রাজিল দলের কোচের দায়িত্ব থেকে সরে আসার পর থেকে জোরেশোরে শোনা যাচ্ছিল কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন। শুরু থেকে অবশ্য বিষয়টি ভিত্তিহীন বলছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান এই কোচ নিজেও আগে কয়েকবার বলেছেন, তেমন কিছু ভাবছেন না তিনি। চুক্তির শেষ পর্যন্ত মাদ্রিদের দলটিতে থাকাই তার একমাত্র লক্ষ্য।

গত মার্চে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেস রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি ইউরোপিয়ান মৌসুম শেষে আনচেলত্তিকে কোচ হিসেবে  পাওয়া গেলে সেটা ব্রাজিলে জন্য  সর্বসম্মত হবে।

আনচেলত্তি যদিও বারবার বলেছেন যে, রিয়ালে চুক্তির মেয়াদ শেষ করবেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে হারের পর প্রশ্ন উঠছে তার ভবিষ্যৎ নিয়ে।

এই মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয়েছে রিয়াল। এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তাদের চেয়ে অনেকটা পিছিয়ে রানার্সআপ হওয়ার লড়াইয়ে আছে মাদ্রিদের দলটি।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন