২৬ জুন ২০২৪, বুধবার



নতুন সিনেমায় দিলারা জামান

বিনোদন ডেস্ক || ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
নতুন সিনেমায় দিলারা জামান


একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। শত শত নাটকের পাশাপাশি বেশকিছু উল্লেখযোগ্য দর্শকপ্রিয় সিনেমায়ও অভিনয় করেছেন। তার প্রতিটি সিনেমাই দর্শকনন্দিত হয়েছে।

সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। গেল শুক্রবার শুরু হয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘ভোর’-এর শুটিং। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন দেবজ্যোতি ভক্ত। পরিচালনা করছেন আমিনুর রহমান খান।

এতে ফারজানা ছবি অভিনয় করছেন কৃষ্ণার মা নলিনী দেবী চরিত্রে। দিলারা জামানকে দেখা যাবে ফারজানা ছবির শাশুড়ির চরিত্রে। যার চরিত্রের নির্দিষ্ট কোনো নাম না থাকলেও তাকে সবাই দিদিমা বলে ডাকছেন সিনেমার গল্পের প্রয়োজনে।

দিলারা জামান বলেন, ‘ভোর সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেই সঙ্গে আমার চরিত্রটিও বেশ উপভোগ্য। কাজ তো কেবল শুরু হলো, বেশ ভালোভাবেই হচ্ছে। সিনেমাটিতে আমার সঙ্গে আছে ফারজানা ছবি। সে আমার এলাকার মেয়ে। খুব লক্ষ্মী মেয়ে। আমাকে পরম আবেগ দিয়ে মা মা বলেই ডাকে। মনটা ভরে যায় এদের ভালোবাসায়। আরও বহুবছর বাঁচার সাধ জাগে।’

ছবিটিতে কাজ করা প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান একজন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী। তার অভিনয় নিয়ে কিছু বলার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। তাকে দেখে আমি প্রতি মুহূর্তে অনুসরণ করি, শিখি। শুধু যে তার অভিনয়ের একজন ভক্ত আমি তা নয়, তার ব্যক্তিজীবনেরও অনুসারী। তার ভাবনাচিন্তা, মেধা, মননশীলতা, মানবিকতা সবই আমি অনুসরণ করি। আমি মনে করি প্রতিটি মানুষের ভেতরের সৌন্দর্যটা বাইরেই প্রকাশ পায়। দিলারা আন্টির ক্ষেত্রে এটা শতভাগ প্রযোজ্য। তিনি খুব অল্পে খুশি হন এবং খুব সহজসরল জীবনযাপন করেন অথচ আমরা সবাই অস্থির। এমন একজন গুণী মানুষের সঙ্গে সিনেমা করতে পারছি, এটা আমার পরম সৌভাগ্য।’

শ্যাম বেনেগাল পরিচালিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এ অভিনয় করেছেন দিলারা জামান। এখানে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া বর্তমানে এই অভিনেত্রী নিয়মিত অভিনয় করছেন নাটক, ওটিটিরর বিভিন্ন কনটেন্টে। অভিনেত্রীর ভাষ্য, ‘যতদিন সুস্থ আছি অভিনয়টা করে যেতে চাই।’

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন