বিশ্বচলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর উৎসব কান। পর্দা উঠেছিল মঙ্গলবার (১৬ মে)। তারকা শিল্পী থেকে শুরু করে পরিচালকদের পদচারণে মুখরিত হয়েছে উৎসবটি। এর মধ্যে শনিবার (২০ মে) উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের মার্কেট স্ক্রিনিংয়ে দেখানো হবে পরীমনি অভিনীত ‘মা’ (দ্য মাদার)। সিনেমাটির প্রদর্শনী হবে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। এর আগে সিনেমাটি শুক্রবার (১৯ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি দেশে মুক্তি পাচ্ছে ২৬ মে।
বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাসে অরণ্য আনোয়ার লেখেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। ২০ মে মার্সে দো ফিল্মে “মা” স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরব। তারপর ২৬ মে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করব ১ সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার-প্রচারণা ও দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’
উল্লেখ্য, মা ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।
ঢাকা বিজনেস/এন/