২৯ জুন ২০২৪, শনিবার



বগুড়ার মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সমাবেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
বগুড়ার মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সমাবেশ


বগুড়ার শেরপুের ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সমাবেশ করেছে সেভ দ্য রোড। শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বাসস্ট্যন্ডে সমাবেশটি আয়োজিত হয়।

ব্রিজ স্থাপনের দাবি জানিয়ে সেভ দ্য রোড মহাসচিব শান্তা ফারজানা বলেন, ‘আমি লন্ডনে উচ্চ শিক্ষায় গিয়েছি, সেখানে দেখেছি প্রতিটি জনপ্রতিনিধি সাধারণ মানুষের জন্য অন্তপ্রাণ থাকেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে জনগণের জান মাল হেফাজত করে, অথচ স্মার্ট বাংলাদেশের পরিকল্পনায় অগ্রসর এই সরকারের শাসন আমলে মির্জাপুর এর হাজার হাজার মানুষ একটা ফুটওভার ব্রিজের অভাবে জীবনের ঝুকি নিয়ে রাস্তা পার হচ্ছে। যা সত্যিকার্থেই আমাদের জন্য দুঃখজনক। আমরা অনতিবিলম্বেই শেরপুরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি জানাচ্ছি।’

সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড এর মহাসচিব শান্তা ফারজানা।  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মোমিন মেহেদী।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সেভ দ্য রোড বগুড়া শাখার আহ্বায়ক ওয়াজেদ সরকার রানা, শেরপুর সেভ দ্য রোডের আহ্বায়ক মজনু শেখ, স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মাদ হোসেন প্রমুখ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন