০৮ জুলাই ২০২৪, সোমবার



বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে: রাষ্ট্রপতি

পাবনা সংবাদদাতা || ১৭ মে, ২০২৩, ১১:০৫ পিএম
বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে: রাষ্ট্রপতি


দেশে সুশাসন নিশ্চিত করার জন্য আইনজীবীদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‌‘বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তাই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।’ 

বুধবার (১৭ মে) পাবনা জেলা বারের আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়- এক্ষেত্রে আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।’ 

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ের ওপর। আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয়।’

আইনজীবীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘শুদ্ধাচার এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। দুর্নীতি যেখানে সমাজকে কলুষিত করে, সেখানে আইনজীবীরা বেঞ্চকে সহায়তা করতে পারেন না। আইনজীবীরা বিচারকদের আইনি কাজে সহযোগিতাই শুধু করেন না, কখনো কখনো সঠিক পথও দেখান।’ 

রাষ্ট্রপতি বলেন, ‘আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।’

পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্ত’র সভাপতিত্বে বারের নেতা ও সিনিয়র আইনজীবীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতির ফলক ‘বঙ্গবন্ধু কর্নার’ উন্মোচন করেন। তিনি সেখানে জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর পরিদর্শন করেন। এর আগে রাষ্ট্রপতি আদালত প্রাঙ্গণে পৌঁছলে জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদের নেতৃত্বে সিনিয়র বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগতম জানান।

পরে রাষ্ট্রপতি ‘বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপু বিনোদন পার্ক’ পরিদর্শন করেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন