২৬ জুন ২০২৪, বুধবার



রোনালদোর সতীর্থ হচ্ছেন সাদিও মানে

ক্রীড়া ডেস্ক || ৩১ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
রোনালদোর সতীর্থ হচ্ছেন সাদিও মানে


ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন সাদিও মানে। সৌদি প্রো লিগে যোগ দেওয়ার আগে মেডিকেল করতে সোমবার (৩১ জুলাই) দুবাই যাবেন সেনেগালিজ তারকা। সেখানেই দু পক্ষের মধ্যে হবে চুক্তি স্বাক্ষর, এমনটাই দাবি করেছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। 

জাপানে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে মানেকে রাখেনি বাভারিয়ানরা। লিভারপুল থেকে এসে মাত্র ১ মৌসুম বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন এই ফরোয়ার্ড। বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার আগে মানে দীর্ঘদিন খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। কিন্তু নিজ দেশের সমর্থকের অনুরোধে লিভারপুল ছাড়েন তিনি। 

২০১৬ সালে লিভারপুলে যোগ দেওয়া মানে ক্লাবের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, এফএ কাপ, কারাবো কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। 

গেল মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে ৩৮ ম্যাচ খেলে ১২ গোল করেছিলেন সাদিও মানে।  গত মৌসুমের বুন্দেসলিগা জিতলেও তাতে বড় কোনো অবদান রাখতে পারেননি মানে। ধারণা করা হচ্ছে, ৪০ মিলিয়ন ইউরোতে আল নাসরে যোগ দিচ্ছেন তিনি। এদিকে, সাদিও মানের পরিবর্তে  হ্যারি কেইনকে দলে টানতে অনেকটাই কথা এগিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন