১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে ফের বেড়েছে ডিমের দাম

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১১ মার্চ, ২০২৩, ০৯:৩৩ পিএম
হিলিতে ফের বেড়েছে ডিমের দাম


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে ফের হালিতে ডিমের দাম বেড়েছে ৪ টাকা। এক সপ্তাহ আগে প্রতিহালি ডিম পাইকারি ৪০ টাকা আর খুচরা ৪৪ টাকা দরে বিক্রি হয়েছে। আজ (১১ মার্চ) প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে পাইকারি ৪৪ টাকা আর খুচরা ৪৮ টাকা দরে। 

ক্রেতারা জানান, ডিমের দাম দিন-দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 

হিলি বাজারে ডিম কিনতে আসা মো. আব্দুল কাদের বলেন, ‘ডিমের দামতো দিন-দিন লাগামহীন হয়ে যাচ্ছে। দেশি ডিমতো পাওয়াই মুশকিল। সাধারণ মানুষের ভরসা ছিল পোল্ট্রি মুরগির ডিম। সেই ডিমের দাম ক্রমশই বাড়ছে। এক মাসের আগের ৪০ টাকা হালির ডিম আজ কিনতে হলো ৪৮ টাকা দরে।’ 

ডিম ক্রেতা মো. সোলায়মান আলী বলেন, ‘আমি প্রতি সপ্তাহে একপাতা (৩০টি) করে ডিম কিনি। কারণ বাড়িতে ডিম লাগেই। গত শনিবার একপাতা ডিম কিনেছিলাম ৩০০ টাকা দরে। আর আজ কিনলাম ৩৩০ টাকা পাতা দরে।’

 খুচরা ডিম বিক্রেতা মো. হেকমত আলী বলেন, ‘ডিমের দাম শুধু হিলিতে নয়, সব জায়গায় বেড়েছে। এখানে আমাদের কিছুই করার নেই। আমরা যে দামে কিনি, তার ওপর ডিমপ্রতি ৫০ পয়সা থেকে ১ টাকা লাভ রেখে বিক্রি করি।’ 

হিলি বাজারের পাইকারি ডিম বিক্রেতা মো. লাল চান মিয়া ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা কী করবো বলেন। আমাদের জয়পুরহাট, পাঁচবিবি, আক্কেলপুরসহ বিভিন্ন জায়গা থেকে ডিম কিনে আনতে হয়। মোকামেই ডিমের দাম বেশি। এক সপ্তাহ আগে মোকাম থেকে ৩৮ টাকা হালি দরে ডিম কিনে এনে ৩৯ টাকায় বিক্রি করি।’ 

লাল চান মিয়া আরও বলেন, ‘এখন মোকামেই কিনতে হচ্ছে ৪২ টাকা হালি দরে। এরপর আছে পরিবহন খরচ। আবার অনেক সময় ডিম ভেঙে যায়। সব মিলিয়ে এখন আমরা পাইকারি ৪৪ টাকা হালি (৪টি) দরে বিক্রি করছি। মোকামের খামারিরা আমাদের বলেছেন, মুরগির খাবারের দাম নাকি প্রতিবস্তায় ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তাই ডিমের দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।’   

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন