২৬ জুন ২০২৪, বুধবার



সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চালু : রেলমন্ত্রী

কক্সবাজার সংবাদদাতা || ১৬ মে, ২০২৩, ০৫:৩৯ পিএম
সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চালু : রেলমন্ত্রী


আগস্টের মধ্যে ঢাকা-কক্সবাজার রেললাইন তৈরির কাজ শেষ বলে আশা প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘কক্সবাজারে ট্রেনে করে আসার জন্য সারাদেশের মানুষ ভীষণ আগ্রহী । সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন।’মঙ্গলবার (১৬ মে) দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

ট্রেন চালু হলে কালুরঘাট সেতু সমস্যা তৈরি করবে কি না, এমন প্রশ্নের জবাব রেলমন্ত্রী বলেন, ‘কালুরঘাট সেতু সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে সেতুটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।’

এ সময় প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ‘এ প্রকল্পের এখন কোনো চ্যালেঞ্জ নেই। বিদেশ থেকে সমস্ত মালামাল এসে গেছে। এখন শুধু ফিটিংয়ের কাজ চলছে।’

উল্লেখ্য,  এশীয় উন্নয়ন্ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার নতুন ডুয়েল গেজ সিঙ্গেল লাইন নির্মাণ করা হচ্ছে। এটি ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে। পর্যটন শহর কক্সবাজার রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন