২৬ জুন ২০২৪, বুধবার



ভাঙ্গায় যাত্রীবাহী লেগুনায় বাসের ধাক্কায় নিহত ৪

ফরিদপুর সংবাদদাতা || ১৯ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম
ভাঙ্গায় যাত্রীবাহী লেগুনায় বাসের ধাক্কায় নিহত ৪


ফরিদপুরের ভাঙ্গায় সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় এক লেগুনার  ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার (১৯ জানুয়ারি) ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার হাতিম শেখের ছেলে হাফেজ মিরাজুল ইসলাম (৩০), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আবু সাঈদ মাতুব্বরের ছেলে মেহেদী মাতুব্বর (২৫), একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (৩৮) ও লিটন দাস (৪০)।

 ওসি জানান, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এদিকে যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর যাচ্ছিল পিকআপটি। ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের বাস ওভারটেকিং করতে করতে গেলে লেগুনার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী লেগুনাটি। আর ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। আশঙ্কাজন অবস্থায় ৫ জনকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 



আরো পড়ুন