০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



ঢাকায় নায়ক ফারুকের মরদেহ, নেওয়া হবে শহীদ মিনারে

স্টাফ রিপোর্টার || ১৬ মে, ২০২৩, ০৩:৩৫ এএম
ঢাকায় নায়ক ফারুকের মরদেহ, নেওয়া হবে শহীদ মিনারে


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান দুলু ওরফে ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইট তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 

এর আগে ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান তুলসী বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে বাবার মরদেহ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। জানাজার নামাজের বিষয়ে এখনও পারিবারিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বাবাকে।’

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ফারুক ভাইয়ের মরদেহ বিমানবন্দর থেকে সকাল ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে, সেখান থেকে মরদেহ আনা হবে এফডিসিতে। বাদ জোহর এখানে জানাজার নামাজ শেষে দ্বিতীয় জানাজা হবে গুলশান আজাদ মসজিদে। এরপর তার জন্মস্থান কালীগঞ্জে নেওয়া হবে মরদেহ। সেখানে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হবে।

সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন