১৮ মে ২০২৪, শনিবার



টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || ১১ মে, ২০২৩, ১১:০৫ এএম
টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প


প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোররাতের এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সিএনএ’র একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না।

রাজধানী নুকুয়ালোফার মেটিওরোলজিক্যাল সার্ভিসেস-এর প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, ‘যারা ভূমিকম্পটি অনুভব করেছেন, তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করেন, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।’

সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এলাকাগুলোতে টেকটোনিক প্লেটগুলো প্রায়ই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে।

ঢাকা বিজনেস/এইচ




আরো পড়ুন