দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাাসন। বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করে আইসিসি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
গেল মার্চে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব আল হাসান । তাইতো মাস সেরার সেই পুরস্কার বুঝে পেলেন সাবেক এই টাইগার অধিনায়ক। মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকার করেছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।
আয়ারল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে সফল সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫উইকেট সংগ্রহ করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।
ঢাকা বিজনেস/এমএ