২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার



ড. ইউনুসের বিষয়টি নোবেল পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করছে: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ মে, ২০২৩, ১২:৩৫ পিএম
ড. ইউনুসের বিষয়টি নোবেল পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করছে: তথ্যমন্ত্রী


ড. ইউনুসের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ড. ইউনুসের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, যেভাবেই হোক তিনি নোবেল লরিয়েট। একজন নোবেল লরিয়েটের বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছেন। বিষয়টি নোবেল পুরস্কারকে  প্রশ্নবিদ্ধ করছে।’সোমবার (৮ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘এ রকম একজন নোবেল লরিয়েট শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেননি, বারবার তাগাদা দেওয়ার পরও বুঝিয়ে দেননি। বরং অসাধু উপায়ে সুরাহা করার অপচেষ্টা চালিয়েছিলেন। এসব অভিযোগ গুরুতর এবং অত্যন্ত দুঃখজনক।

হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন, ড. ইউনুসের আবেদন খারিজ করে আদালত বলেছে মামলা চলবে। আশা করবো, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তার পক্ষ থেকে পাওনা পরিশোধ করে দিয়ে বিষয়টির ফয়সালা হবে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন