২৬ জুন ২০২৪, বুধবার



৩ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২৯ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
৩ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন


টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী শুক্রবার(১ সেপ্টেম্ব) থেকে পর্যটকসহ সব ধরনের বনজীবীদের জন্য খুলে দেওয়া হবে ওয়ার্ল্ড হ্যরিটেজ সাইড সুন্দরবন। এর আগে বন্যপ্রানী ও  মৎস্য সম্পদের প্রজনন নির্বিগ্ন করতে ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটকসহ সব ধরনের বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মঙ্গলবার(২৯ আগস্ট)বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্যটি নিশ্চিত করেন।


বন বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবনে পর্যটকসহ বনজীবীদের কোলাহল মুক্ত থাকায় বন্যপ্রানী অবাধ বিচরণের পাশাপাশি নির্বিগ্ন প্রজনন করতে পেরেছে। ম্যাগগ্রোভ এই বনের বন্যপ্রানী ও মৎস্য সম্পদসহ জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে। নিষেধাজ্ঞার শেষ মুর্হুতে বন বিভাগের কাছ থেকে পাশ-পারমিট নিয়ে সুন্দনবনে প্রবেশে সকল প্রস্তুতি শেষ করেছে ট্যুর অপারেটরসহ সব ধরনের বনজীবীরা। তবে সুন্দরবন বিভিন্ন এলাকা উন্মুক্ত করে দেওয়া হলেও পানির বোতল, চিপসের প্যাকেটের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রতি বছরই বন্যপ্রানী ও মাছের প্রজনন মৌসুমে তিন মাস দেশি-বিদেশি পর্যটকসহ সব ধরনের বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞার জারি করা হয়। কোলাহল না থাকায় বন্যপ্রানী ও মৎস্য প্রজাতি অবাধ বিচরণ ও নির্বিঘ্ন প্রজনন করতে পারে। প্রকৃত চিত্র হচ্ছে নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবনের জীববৈচিত্র্য প্রাণ ফিরে পায়। ফলে বনের বন্যপ্রানী ও মৎস্য সম্পদসহ জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে। পর্যটকদের জন্য সুন্দরবনে নতুন করে ৪টি ইকো ট্যুরিজম কেন্দ্র ও নতুন কয়েকটি ওয়াচ টাওয়ার নির্মান করা হয়েছে। সুন্দরবনে এই প্রথম করমজল ট্যুরিজম কেন্দ্রে একটি ঝুলন্ত ব্রীজ, তথ্য কেন্দ্র নির্মাণসহ সকল ইকো ট্যুরিজম কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করা হয়েছে।’

ট্যুরিজমের সঙ্গে যুক্ত গোলাম রহমান বিটু বলেন,‘টানা তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবারো সুন্দরবন উন্মুক্ত হবে। খবরটি ট্যুর অপারেটরদের জন্য আনন্দের। ট্যুর অপারেটর হিসেবে আমরা সব সময় সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় সচেষ্ট থাকি। সুন্দরবনে পানির বোতল, চিপসের প্যাকেটের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে বন বিভাগের নিষিদ্ধ করার বিষয়টি আমরা পর্যটকদের জানিয়েছি। সুন্দরবন উন্মুক্ত হবার খবরে দেশী বিদেশী পর্যটকদের চাপ বেড়েছে। পর্যটকবাহী লঞ্চ ও বিলাসবহুল ক্রুজারের ক্যাবিন এক সপ্তাহ আগেই বুক হয়ে গেছে। পর্যটকদের চাপ শীত মৌসুমের আগ পর্যন্ত থাকলে তিন মাস বন্ধের ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন