২৯ জুন ২০২৪, শনিবার



বিজয় দিবস উপলক্ষে চীনে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, চীন || ২৪ ডিসেম্বর, ২০২২, ০২:৪২ এএম
বিজয় দিবস উপলক্ষে চীনে ফুটবল টুর্নামেন্ট


মহান বিজয় দিবস উপলক্ষে চীনে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। চীনের শেনজেন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন শেনজেন বাংলাদেশ কমিউনিটি চায়নার উদ্যোগে মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট চলে। 

গত রোববার ফইনাল খেলা হয়। এতে টিম ফাইটার চ্যাম্পিয়ন ও রয়েল টাইগার্স ১১ রানারআপ হয়। 

খেলা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের তিন উপদেষ্টা মো. ইমদাদুল হক, হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক মো. মাহবুব আলম ও আহমেদ শাহিদুল হক। 

আরও ছিলেন সভাপতি মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. হাসমত মৃধা ও মো. বাদল মিয়া, সাধারণ সম্পাদক মো. সুমন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক নিপু, কোষাধক্ষ সালাউদ্দিন রিক্তা, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন। 

খেলায় বিজয়ীদের ট্রফি, প্রাইজমানি ও মেডেল দেওয়া হয়।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন