১৭ জুন ২০২৪, সোমবার



‘টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল’

স্টাফ রিপোর্টার || ২৮ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম
‘টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে মেট্রোরেল’


জনগণের সুবিধার জন্য উত্তরার দিয়াবাড়ি থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঢাকায় চালু হয়েছে দেশের প্রথম মেট্রোরেল। জনগণের সুবিধার জন্য এই সেবা উত্তরার দিয়াবাড়ি থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ করা হবে।’

শুক্রবার (২৮ এপ্রিল) জাপান থেকে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনতে হবে। সেই নির্দেশনা মেনে মেট্রোরেল চালু করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত এ সেবা সম্প্রসারিত হবে। উত্তরার দিয়াবাড়ি থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজটুকু বাকি। এই কাজও সম্পন্ন হবে।’

আমিন উল্লাহ নুরী বলেন, ‘জাপান মেট্রোরেল প্রকল্পে আমাদের সহায়তা করেছে। আগামীতে তারা আরও কো-অপারেশন করবে। জাইকা মেট্রোরেলের অন্য লাইনগুলো করার আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে জাপানের সঙ্গে চুক্তি হয়েছে।’

তিনি বলেন, ‘মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পর দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত কাজ শুরু করবো।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা এবং চুক্তি সই হয়েছে। এর মধ্যে মেট্রোরেলও রয়েছে। এ চুক্তির আওতায় মেট্রোরেলকে দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পের অর্থায়ন করবে জাইকা।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন