২৯ জুন ২০২৪, শনিবার



ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার || ২৫ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু


সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৫৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে শনাক্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২২৪ জন ছাড়ালো। এদিকে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২৪ জনে।

শুক্রবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৩ জন ঢাকার বাইরের। আর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৭০৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৯১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৭৯ জন রোগী ভর্তি রয়েছেন।

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৭৬২ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন