২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে গুগল

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ এপ্রিল, ২০২৩, ০৭:৩৪ এএম
ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে গুগল


ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিয়েছে গুগল। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে ছবি, কনটাক্টসহ ব্যক্তিগত তথ্যে লোন অ্যাপের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যক্তিগত লোনসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনেছে তারা। 

টেকটাইমসের খবরে বলা হয়েছে, যেসব অ্যাপ ব্যক্তিগত লোন দেয় এবং এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে সেগুলো আর ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারবে না। ব্যবহারকারী তথা গ্রাহকের প্রতারণামূলক বা ক্ষতিকর আর্থিক পণ্য ও পরিষেবা থেকে সুরক্ষিত রাখতেই গুগলের এ উদ্যোগ।

এদিকে, পাকিস্তানের লোন অ্যাপগুলোকেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত ও পরিচিত অ্যাপগুলো যেন দেশটিতে ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য এ উদ্যোগ। যুক্তরাষ্ট্রেও কোনো ব্যক্তিগত লোন অ্যাপের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না গুগল।

এর আগেও কেনিয়ার প্লে স্টোর থেকে লোন বা ঋণদান কার্যক্রম পরিচালনায় জড়িত কয়েকশ অ্যাপ বন্ধ করে দিয়েছে গুগল। জানুয়ারিতে নতুন নীতিমালা কার্যকরের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। নীতিমালার তথ্যানুযায়ী, অনলাইনে ঋণ দেওয়ার কার্যক্রম পরিচালনার জন্য কেনিয়ার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হবে।

ইতোমধ্যে গুগল প্লে স্টোরের ফাইন্যান্স ক্যাটাগরি থেকে ৫০০ অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে এ ক্যাটাগরিতে ৬৫৭টির মতো অ্যাপ ছিল। এগুলোর মধ্যে লোন দেওয়ার অ্যাপ, ব্যাংকিং ও বিনিয়োগসংক্রান্ত অ্যাপ ছিল। বর্তমানে ১৯৮টির মতো অ্যাপ সেখানে রয়েছে।

 ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন