২৬ জুন ২০২৪, বুধবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বহুগামী

সাজেদুর আবেদীন শান্ত || ১৭ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
বহুগামী


ফাঁকি
পাশে বসে আছ, 
দূর থেকে দেখছে 
একটি পাখি—

শরীরে শরীর থাকা, 
মনে মন রাখা
আসলে সবই ফাঁকি।

বহুগামী
তুমি পাশে বসতেই ভুলে গেলাম 
আমি আমার গেলো জন্মের পাপ

তোমার হাত ছুঁয়েই ভুলে গেলাম
অতীত প্রেমিকার কথা।

তোমার হাসি দেখে ভুলে গেলাম
অতীতের মোহময় প্রেমিকার ঠোঁট 

তোমার স্নিগ্ধ হাসির কাছে 
হার মানে বিদিশার নিশা

এক ডজন রমনীর হাসি
উপেক্ষা করে তোমাকে ভালোবাসা।

কেবলি মনে হতে থাকা
একশ একটি প্রথম প্রেম তুমি

যাকে আকড়ে ধরে বলতে পারবো
অতীতের কর্মকাণ্ড ভুলে গেছি আমি।

ব্যর্থ 
এই যে আমার পাশে তুমি ঘুমাচ্ছো!
আমি সারারাত জেগে—
অপলক তাকিয়ে তোমাকে দেখছি,
তোমার সুষমা উপভোগ করছি

তোমার ঠোঁটের ওপর
অবাধ্য চুলগুলো এসে পড়ছে,
হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও—সরাতে পাচ্ছি না,
এইটা কি আমার ব্যর্থতা নয়?

রাতের গর্ভ থেকে ভোরের প্রসববেদনা পর্যন্ত
কতবার তোমাকে ছুঁতে গিয়ে যে, হাত গুটিয়ে নিয়েছি।
সে কথা শুধু আমার ঈশ্বর জানে।
এইটা কি আমার ব্যর্থতা নয়?

তোমার চিবুক ছুঁতে পারছি না 
এইটা কি ব্যর্থতা নয়?
আমি বরাবরই ব্যর্থ পুরুষ 
যেমন ব্যর্থ ছিল স্কটল্যান্ডের রাজা।

ব্যর্থতা ভেঙে—রাজা তবু জয় করেছিলো রাজ্য
আমি তোমাকে জয় করতে পারলাম না,
আমি তোমাকে ছুঁইতে পারলাম না।
এইটা কি আমার ব্যর্থতা নয়?

হিরোসিমা-নাগাসাকিতে আবারও যদি বোমা
বিস্ফোরণ হয়, পৃথিবী যদি ভরে যায় 
পারমাণবিক কণায়—
আমার কিছুই করার থাকবে না।

কারণ আমি ব্যর্থ— 
আমি ছুঁয়ে দেখতে পারিনি তোমায়।



আরো পড়ুন