২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



রোজাদার বাসযাত্রীদের ইফতার উপহার দেওয়ার ঘোষণা

ময়মনসিংহ সংবাদদাতা || ২৪ মার্চ, ২০২৩, ০৬:৩৩ পিএম
রোজাদার বাসযাত্রীদের ইফতার উপহার দেওয়ার ঘোষণা


রমজানে রোজাদার বাসযাত্রীদের জন্য ময়মনসিংহের বাস মালিকদের পক্ষ থেকে ইফতারের সময় ইফতার সামগ্রী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাপরিচালক ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম। এই উদ্যোগের জোরালো সমর্থন জানান ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা ও মহাসচিব মাহবুবুর রহমান। 

শুক্রবার (২৪ মার্চ) ১ রমজান দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সভায় তিনি এই ঘোষণা দেন।

এ ছাড়াও, সঠিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ও ক্রেতাদের অভিযোগ নিরসনে ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় ও মেছুয়া বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলারও ঘোষণা প্রদান করেন চেম্বার সভাপতি। 

ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের কাছ থেকে যেকোনো ধরনের চাঁদাবাজি রোধকল্পে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আমিনুল হক শামীম। চাঁদাবাজরা চাঁদা চাইলে তাকে এবং পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানান এবং প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আইনি সহযোগিতার পরামর্শ দেন। তিনি ভোক্তাদের কাছে সঠিক ওজনে ভেজালমুক্ত পণ্য সরবরাহ এবং চমৎকার আচরণ উপহার দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন