২৬ জুন ২০২৪, বুধবার



একই মঞ্চে জায়েদ-নিপুণ

বিনোদন ডেস্ক || ০৯ মার্চ, ২০২৩, ০৭:৩৩ পিএম
একই মঞ্চে জায়েদ-নিপুণ


ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়ক জায়েদ খান ও নায়িকা নিপুন আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুজন। গত নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে লড়েছেন তারা। গেছেন আদালত অবধিও। এ নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ।

নিপুণ নিয়মিত এফডিসিতে গেলেও জায়েদ খান একেবারেই বিমুখ। তবে, এবার একই মঞ্চে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। বৃহস্পতিবার (৯ মার্চ) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। আর এখানেই মুখোমুখি হবে দুজন।

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠান সফল করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের সাংস্কৃতিক উপকমিটি। কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এই কমিটির হয়ে মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান। একই মঞ্চে পারফর্ম করবেন  চিত্রনায়িকা নিপুণও।

অনুষ্ঠানে জায়েদ খান-নিপুণ আক্তার ছাড়াও থাকছেন অপু বিশ্বাস, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরবের পরিবেশনা। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন