জয় দিয়েই শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে দাপটের সঙ্গেই জিতছে টাইগাররা। গতকালের দ্বিতীয় ম্যাচও বাংলাদেশের নাগালেই ছিল। কিন্তু ঝামেলা করলো বৃষ্টি। অবশেষে পরিত্যক্ত। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম দুই ওয়ানডেতে ১৬ সদস্যের স্কোয়াড থাকলেও তৃতীয় ওয়ানডেতে তা কমিয়ে আনা হয়েছে ১৪ জনে।
কোনো ম্যাচ না খেলেও বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার শরিফুল ইসলাম। তবে ইনজুরিতে পড়া মেহেদী হাসান মিরাজ আগের দুই ম্যাচ খেলতে না পারলেও তৃতীয় ওয়ানডের দলে তাকে রাখা হয়েছে।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং জাকির হাসান।