২৬ জুন ২০২৪, বুধবার



পাচারকালে অর্ধকোটি টাকা উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা || ১৭ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
পাচারকালে অর্ধকোটি টাকা উদ্ধার


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে পাচারকালে ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, টহল দল চোরাচালান মালামাল আটকের জন্য সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের ৫০০ গজ ভেতরে অবস্থান করে। এসময় দেখতে পান ২ জন অজ্ঞাত ব্যক্তি ২টি প্লাস্টিকের ব্যাগ বহন করে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছেন। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে। ঘন কুয়াশা আর অন্ধকার থাকায় তারা ভারতের ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবির অপর টহল দল পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ ২টি জব্দ করে এবং তল্লাশি করে বাংলাদেশি নগদ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলা করে উদ্ধারকৃত নগদ টাকা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন